মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

রাঙ্গাবালীতে বিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার-পরিছন্ন করেন বিডি ক্লিন

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪  

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিডি ক্লিন টিমের তারুণ্যের অংশগ্রহণে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান করেন রাঙ্গাবালী বিডি ক্লিন টিম। আজ বুধবার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শপথ শেষে অত্র প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইউসুফ আলী সিরাজুলের নেতৃত্ব পরিচ্ছন্ন অভিযান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহ সমন্বয়ক মো.নাইম মাহমুদ, সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া মো.আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন আজিজুর রহমান সুজন, তানজিম হাসান, মো. ইমন, মো. মিশকাত হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরিচ্ছন্ন প্রতিষ্ঠান ঘোষণা করে বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইউসুফ আলী সিরাজুল বলেন,'শুধু মাত্র নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্ন মানসিকতাই পারে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আসুন, নিজেদের নাগরিক দায়িত্ব পালন করি, গড়ে তুলি একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।'

এই বিভাগের আরো খবর