বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৭

রাঙ্গাবালীতে ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

রাঙ্গাবালীতে ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনি সভা করলেন পটুয়াখালী ৪ রাঙ্গাবালী কলাপাড়া মহিপুর আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আনোয়ারুল ইসলাম এর ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে রাঙ্গাবালীর গহিনখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আগে বাহেরচর বাজারে ট্রাক মার্কার সমর্থনে একটি বিশাল মিছিল করে আবদুল্লাহ আল ইসলাম লিটন। সভা উপলক্ষ্যে পুরো রাঙ্গাবালীর জনসাধারনের মধ্যে অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয়। রাঙ্গাবালীর বাহেরচর ও গহিনখালী বাজার পরিণত হয় মিছিলের নগরীতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে প্রথম নির্বাচনি সভা করেন আবদুল্লাহ আল ইসলাম লিটন ।

সভা মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সত্য ও ন্যায়ের পক্ষে ট্রাক মার্কায় ভোট চান আবদুল্লাহ আল ইসলাম লিটন।  এ সময় উপস্থিত হাজার হাজার মানুষ গগনবিদারী স্লোগান দিয়ে দুহাত তুলে আবদুল্লাহ আল ইসলাম লিটন কে সমর্থন জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ সহ অনেক নেতাকর্মী ও সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম লিটন বলেন, আমার বাবা এই জনপদে ২ বার এমপি ছিলেন। আমাদের জন্য কিছু রেখে যায়নাই টিনের ঘরে বসবাস করতাম আমারা। এই যায়গায় আমার বাবা আনোয়ারুল ইসলাম এর সভা ছিলো। সেই সময় হামলা করে সভা পন্ড করেছিলো, আমার বাবার মাথা ফাটিয়েছিলো, নির্বাচিত হয়ে আমার বাবা আনোয়ারুল ইসলাম কারো প্রতি প্রতিশোধ নেন নি। সবাইকে সমান সুযোগ দিয়েছেন। আমি তার ছেলে আমিও সবাইকে বলে যাই , আল্লাহ তা' য়ালা যদি সফল করেন তাহলে আমি আমার বাবার মতো সবাইকে সমান সুযোগ করে দিবো। আমি আপনাদের ভালোবাসায় জনপ্রতিনিধি হতে চাই, কোন চামচা বা নেতাদের অবিভাবক হতে চাইনা।

তিনি আরও বলেন, আপনারা যদি ৭ তারিখে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকবো।  আমার সাথে কথা বা দেখা করতে আপনাদের কোনো নেতার সাহায্য নিতে হবেনা। আমি আমার সাথে কোন নেতা রাখিনা, আমি সাথে ভেনিটিব্যাগ নিয়া চলিনা। কারন আমি এই জনপদে ২ বার এমপি আনোয়ারুল ইসলাম এর ছেলে। আনোয়ার মিয়ার নাম অনেকে শুনেছেন,  রাঙ্গাবালী উপজেলায় একটি সরকারি কলেজ সেটা আনোয়ার মিয়ার দেয়া। রাঙ্গাবালীতে ভেরিবাদ দিয়েছেন যার প্রতিফলন রাঙ্গাবালী উপজেলার মানুষ সিডরের সময় দেখছেন।  

এ সময় তিনি নির্বাচিত হলে উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তরুণদের ভোট দুর্নীতির বিরুদ্ধে হউক।  ৭ তারিখের ভোট শান্তি শৃঙ্খলার পক্ষে হউক। 
 

এই বিভাগের আরো খবর