মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২২

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে: সালমান এফ রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি  

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরে বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন ইসরাইল ফিলিস্তিনর যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ আমদানির বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। রমজানের আগে সেটা চালু হবে বলে কথা দিয়েছেন।

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে: সালমান এফ রহমান

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে: সালমান এফ রহমান

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোমেন, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।

এই বিভাগের আরো খবর