বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

রওশন এরশাদকে কেবিনে স্থানান্তর, দোয়া চাইলেন সাদ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১  

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে বুধবার (২৫ আগস্ট) দুপুরে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার সহকারী একান্ত সচিব মামুন হাসান এদিন বিকাল সাড়ে ৩ টার দিকে এ তথ্য জানান।

গত শনিবার (১৪ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও তার ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মামুন হাসান বলেন, ‘রওশন এরশাদের সন্তান রাহগীর আল মাহি সাদ এরশাদ (এমপি) বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর