শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৯

যুব ও ক্রীড়া মন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

নতুন সরকারের মন্ত্রীসভার মন্ত্রীগণ গতকাল রোববার প্রথম মন্ত্রণালয়ে অফিস করেন। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদেও এসেছিলেন। সেখানেই মূলত ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানায়। আজ দ্বিতীয় দিনেও মন্ত্রণালয়ে শুভেচ্ছা গ্রহণ করেছেন পাপন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আজ যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে শুভেচ্ছা জানান। পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ কক্ষে এই অভিনন্দন গ্রহণ করেন। আতিকুল ইসলাম ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পাশাপাশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতিও। আতিক ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে খেলাটির প্রসার বেড়েছে।

নাজমুল হাসান পাপন আজ প্রথমবারের মতো ক্যাবিনেট সভায় উপস্থিত হয়েছিলেন। ক্যাবিনেট সভা শেষে নিজ মন্ত্রণালয়ে খানিকক্ষণ সময় কাটান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

এই বিভাগের আরো খবর