বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৬১

যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ

নুরুল আফছার,

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান চালিয়েছে র‍্যাব এর ভ্রাম্যমান আদালত। আফ্রিকান মাগুর ও পচাঁ মাছে লাল রং মিশিয়ে বিক্রি করায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে র‍্যাব।

শুক্রবার মধ্যরাতে যাত্রাবাড়ির মাছের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান লাল রং মেশানো পোয়া মাছ ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করে র‍্যাব। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও প্রদান করেন ভ্রাম্যমান আদালত। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাছ দীর্ঘদিন ধরেই এ আড়তে বেঁচাকেনা হয়ে আসছিলো। মুনাফালোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাব এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর