বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

মোরশেদ হত্যা: ৬ অভিযুক্তকে আ’লীগ-যুবলীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২  


 মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান রেজা ও টিপু সুলতানের দলীয় প্যাডে স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আওয়ামী লীগের বহিষ্কৃত নেতারা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, আবু তাহের ও সিরাজুল মোস্তফা আলাল। এদের মধ্যে আলাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আহমেদ ও পিএমখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলামকে পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর রানা।

মঙ্গলবার রাতে দলীয় প্যাডে সভাপতি স্বাক্ষরিত ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফারুকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তাদের দল থেকে বহিষ্কার করা হলেও ঘটনার ৬ দিন অতিবাহিত হওয়ার পরও উল্লেখযোগ্য কেউ এখনো আটক হননি। তাই অপরাধীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে যেকোনো সময় এলাকায় ফিরতে পারেন বলে শংকা প্রকাশ করেন স্থানীয়রা।


কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, প্রকাশ্যে মোরশেদ বলিকে হত্যার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মাঝে ডজনাধিক ব্যক্তি আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল। এদের নৃশংসতার কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার দায়ভার আওয়ামী লীগ নিতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীদের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার কোনো সুযোগ নেই, এটি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ দলে ভূমিদস্যু, চাঁদাবাজ, হুকুম দখল-খারাপ মানুষের জায়গা নেই।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, নৃশংস এ ঘটনায় অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আত্মগোপনে চলে যাওয়ায় তাদের ধরতে একটু বেগ পেতে হচ্ছে। 

এই বিভাগের আরো খবর