মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৭

মেট্রোরেল প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২  

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মেগা প্রকল্পের নামে অতিরিক্ত খরচ দেখিয়ে সরকার জনগণের টাকা লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। মেট্রোরেল প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
প্রিন্স বলেন, সরকার যে খরচে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে তা প্রতিবেশী ভারত, ভিয়েতনাম, পাকিস্তানসহ বিভিন্ন দেশের তুলনায় কয়েকগুণ বেশি। সরকারের দুর্নীতি ও কমিশন বাণিজ্যের কারণেই এমন ব্যয় দেখানো হচ্ছে। একই সঙ্গে এর ভাড়াও অনেক বেশি ধরা হয়েছে। কলকাতার চেয়েও কয়েকগুণ বেশি ভাড়া জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে। সরকারকে এই লুটপাট ও দুর্নীতির জবাব একদিন দিতে হবে।

তিনি বলেন, জনগণ এর হিসাব একদিন নেবে। সারাদেশের জনগণ নিজেদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে রাজপথে নেমেছে। জনগণ কড়ায়গণ্ডায় হিসাব না বুঝে ঘরে ফিরবে না। এই পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দিতে বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান প্রিন্স।

শুক্রবারের (৩০ ডিসেম্বর) গণমিছিল কর্মসূচি কেন্দ্র করে পুলিশ বিএনপির বেশকিছু নেতাকর্মীকে আটক করেছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর