মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৯

মিয়ানমারে পান্নার খনিতে ধস, নিহত ৫০

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

 

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে আরও অনেকেই মাটি চাপা পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
 
দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়।

তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

এই বিভাগের আরো খবর