মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৯

মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাসায় এস.এম শাহজাদা (এমপি)

আবু নাঈম নোমান

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর মিষ্টি নিয়ে পরাজিত স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অবঃ) এর বাসায় সাক্ষাৎ করতে গিয়েছেন ১১৩নং সংসদীয় আসন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এর সংসদ সদস্য এস এম শাহজাদা। 

 

৮ই জানুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১ ঘটিকায় এস এম শাহজাদা নেতাকর্মীসহ মিষ্টি নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন এর বাসায়। 

 

এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো.শাহ আলম, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো, মজিবর প্যাদাসহ অন্যান্য নেতা কর্মীরা। 

 

পরাজিত প্রার্থী আবুল হোসেনের বাসায় প্রবেশের পর তিনি তার নিজ চেয়ারে বসার জন্য আহ্বান জানান শাহজাদাকে। শাহজাদা তখন আবুল হোসেনকে বলেন, আপনি আমার বড় ভাই আপনি ওখানে বসুন। এই বলে পাশে থাকা অপর চেয়ারটিতে তিনি বসেন এবং দুজনে কুশলাদি বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এসময় আবুল হোসেন বলেন, নির্বাচন একটা প্রতিযোগিতা, এ প্রতিযোগিতায় আমরা ছিলাম। জয় পরাজয় থাকবেই, আমরা সবাই মিলে আবার একসাথে কাজ করবো। আর আমার সহযোগিতা সব সময় আপনার জন্য থাকবে। সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সবাই এখন এমপি সাহেবের লোক, আমরা সবাই তাকে সকল কাজে সহযোগিতা করবো।

 

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা (প্রতীক নৌকা) ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (প্রতীক ঈগল) ৪৮ হাজার ৫০৮ ভোট পেয়েছেন।

এই বিভাগের আরো খবর