বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

মান্দার গনেশপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা প্রদ

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলোতে  ছিলো উপচে পড়া ভিড়। এ গণ টিকা কেন্দ্রটিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা গেছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে নির্ধারিত ডোজের বিপরীতে আগ্রহীর সংখ্যা বেশি হওয়ায় অনেকেই বাড়ি ফিরেছেন হতাশ হয়ে। সারা দেশের ন্যায় মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের  কমিউনিটি ক্লিনিকগুলোতে একযোগে চলে টিকাদানের এ কার্যক্রম। গনেশপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে ৪০০ জনকে এ  টিকা প্রদান করা হয়।

এ সময় ৫ নং গনেশপুর ইউ’পি সদস্য আলেপ উদ্দিন মন্ডল, গনেশপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লিনা পারভীন,এইচ এ নাজমীন আক্তার,এ এইচ আই গোলাম মোস্তফা,এফ ডব্লিউ এ মাহফুজা খানম এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্ম চারীগণ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর