মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

মানবিক সাংবাদিকতায় সড়ক পরিবহন শ্রমিক লীগ সম্মাননায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

সাংবাদিকতায় সড়ক পরিবহন শ্রমিক লীগ সম্মাননায় ভূষিত এস এম জহিরুল ইসলাম

সাংবাদিকতায় সড়ক পরিবহন শ্রমিক লীগ সম্মাননায় ভূষিত এস এম জহিরুল ইসলাম

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম মানবিক সাংবাদিকতায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সম্মাননায় ভূষিত হয়েছেন। ২৩ জানুয়ারি ২০২৩,  সোমবার ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নিজস্ব মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ ও প্রধান আলোচক বাবু সুজিত রায় নন্দী তার হাতে সম্মাননা তুলে দেন। এসময় সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হামিদ (খোকন) ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী সহ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মানবিক প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন। এর মধ্যে বাংলাদেশ বাস্তহারা সমিতি, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন অন্যতম। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ১২ দফা ঘোষিত কর্মসূচি নিয়েও এস এম জহিরুল ইসলাম একাধিক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন। তারই মূল্যায়নে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন।
এস এম জহিরুল ইসলাম এই সম্মাননা পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাজের মূল্যায়ন পেলে তখন দায়িত্ব আরো বেড়ে যায়। তিনি আরো বলেন, তার সাংবাদিকতার আগামী দিনেও হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে নিয়ে অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকবে। এস এম জহিরুল ইসলাম ১৯৯২ সালে মুলাদী ডিগ্রী কলেজে অধ্যায়নকালে সাংবাদিকতার সাথে যুক্ত হন। ১৯৯৬ সাল থেকে ঢাকায় অবস্থান করে বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন। তিনি রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সিনিয়র সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি মুলাদী উপজেলা সমিতি ঢাকা ও আলোকিত মুলাদীর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরো খবর