বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৩

মাদারগঞ্জ উপজেলা মাদক প্রতিরোধ অভিযান চলছে

জামালপুর প্রতিনিধি, শারমিন আক্তার

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

আলহাজ্ব মির্জা আজম এমপি'র নির্দেশনায় জামালপুর জেলা মাদারগঞ্জ পৌরসভার একাধিক বারের নির্বাচিত মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির পৌর এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছেন। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা ও পরামর্শমূলক মত বিনিময় সভা করা শুরু করেছেন।

পৌর মেয়র গোলাম কিবরিয়া কবির বলেন , বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুবসমাজের অংশগ্রহণ অতুলনীয় ভূমিকা রাখবে। সেই সুবাদেই যুবসমাজকে অবশ্যই মাদকমুক্ত, নেশামুক্ত এবং দুর্নীতি দমন ও প্রতিরোধ করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। আমি যুবসমাজকে অন্ধকারের পথ থেকে সরিয়ে আনতেই ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা করার পদক্ষেপ গ্রহণ করেছি। পৌরসভার সবাইকে মাদক মুক্ত করার লক্ষ্যে যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালন করতে প্রয়োজনে আমি স্বচ্ছ একটি তালিকা করব এবং সেই তালিকা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজ দায়িত্বে নেশাগ্রস্তদের এই পথ থেকে সরে আসার জন্য যা যা করণীয় আমি তাই তাই করবো। আমার পৌরসভা কে মাদকমুক্ত নেশামুক্ত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমি গ্রহণ করবো।

তিনি আরোও বলেন,দেশরত্ন শেখ হাসিনা ও জামালপুরের উন্নয়নের যাদুকরের কাছে ওয়াদাবদ্ধ হয়ে বলতে চাই, আমার মাদারগঞ্জ পৌরসভাকে দ্রুত আমি একটি মাদক মুক্ত স্বচ্ছ, সুন্দর, পৌরসভায় পরিনত করবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরো খবর