রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৯

মাদকসহ জাবির দুই শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

মাদক সরবরাহের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

মাদক সরবরাহের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মাদকসঅহ আটক করেছে পুলিশ। বর্তমানে তারা বংশাল থানা হেফাজতে রয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।
আটক হওয়া শিক্ষার্থীরা হলেন- ৪৩ ব্যাচের রিপন সাহা (২৮) ও ৪৪ ব্যাচের জুয়েল আহমেদ (২৭)।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে অ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ দুলালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরো খবর