শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

মাগুরায় মুজিববর্ষে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন ২০২১  

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ। মঙ্গলবার ২২ জুন সকাল ১০ টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান ২০২১ উদযাপন করা হয়। মাগুরা নোমানী ময়দান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জেলা কমানড্যান্ট শুভ্র চৌধুরী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। বৃক্ষরোপণ অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ টিপু সুলতান গাজী, উপজেলা প্রশিক্ষিকা (টিআই) ষষ্ঠী রাণী মজুমদার সহ উপজেলা আনসার দলপতি- দলনেত্রী, কোম্পানি কমান্ডার এবং ভিডিপি সদস্যগণ। এ সময় জেলা কমানড্যান্ট নিজ হাতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভিডিপির সদস্যদের হাতে গাছ তুলে দেন। মাগুরা সদর উপজেলায় ৪৮০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। মাগুরা ৪ উপজেলায় প্রতি গ্রামে ২ টি করে মোট মাগুরা সদর উপজেলার ২৪০ টি গ্রামে ৪৮০ টি গাছ, মহম্মদপুর উপজেলায় ১৮৭ টি গ্রামে ৩৭৪ টি গাছ, শ্রীপুর উপজেলায় ১৫৬ টি গ্রামে ৩১২ টি গাছ এবং শালিখা উপজেলার ১১৮ টি গ্রামে ২৩৬ টি গাছ বিতরণ করা হয়। বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা।

এই বিভাগের আরো খবর