বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২২

মাগুরায় অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ফারুক আহমেদ,  মাগুরা প্রতিনিধি ঃ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১  

মাগুরা সদর উপজেলায় জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ -২য় ধাপ (পুরুষ) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ৪ অক্টোবর ২০২১ খ্রিঃ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাগুরা সদরে ২১ দিনের অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, মহম্মদপুর উপজেলার টিআই প্রতাপ রায় সহ আনসার ব্যাটালিয়ান সদস্য ও প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম ভিডিপি সদস্যদের জীবন গড়ার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও বিভিন্ন  উপদেশ প্রদান করেন। জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারী সদস্যরা বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ডিউটিতে অংশ গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং জেলা কমান্ড্যান্ট ৫ জন্য ভিডিপি সদস্যকে পুরস্কার দেন এবং ৫০ জন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদান করেন।


 

এই বিভাগের আরো খবর