বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৫

মাইজদীতে ১৪৪ ধারা জারি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১  

নোয়াখালীর মাইজদী উপজেলা আওয়ামী লীগের ৩ পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের সুধারাম মডেল থানাধীন মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এ আদেশ জারি থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, একই দিন ৩ পক্ষের কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর