মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪

মসজিদ ও মাদ্রাসা সদস‍্যদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে শ্রীপুরে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে মাদরাসা কমিটির সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দশটায় উপজেলার চন্নাপাড়া বাইতুল আতিক জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, কমিটির নবনিযুক্ত সভাপতি এনামুল হক খোকন বলেন, গত সাত-আট মাস আগে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব আজগর আলী বেপারী ইন্তেকাল করেন। সভাপতির ইন্তেকালে সভাপতির পদটি শূন্য হয়।

কমিটির একাধিক মিটিংয়ের পর গত ১৬ই নভেম্বর মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যগণ সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে আমাকে উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেন। কিন্তু একটি কুচুক্তি মহল গত ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহুর্তে অতর্কিতভাবে আমার এবং আমার কমিটির লোকজনের উপরে মসজিদের ভিতরেই হামলা চালায়। এ ঘটনায় আমি সহ কমিটির চার-পাঁচজন লোক আহত হয়। এ ঘটনায় গত ৩০ তারিখ ওই কুচক্রী মহলটি মিথ্যা ও বানোয়াটা তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করে যাহার কোন সত্যতা নেই। আমি আমার ওপরে হামলা এবং ওই সংবাদ সম্মেলনের মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  মসজিদ ও মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ তাইজুদ্দিন, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহাজ উদ্দিন বেপারী, সহ-সভাপতি মোজাম্মেল হক রতন, সহ-সভাপতি খিজির ব্যাপারী, কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চল।
এছাড়াও মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য এবং মল্লার লোকজন, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর