সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

মনোহরগঞ্জে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা

মনোহরগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৪  

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনিপুর গ্রামে লাইসেন্স না থাকায় মিজি ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটা এসকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।


বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের সমন্বয়ে একটি দল এই অভিযান পরিচালনা করে ইটভাটাটির সিমনি, চুলার দেয়াল সম্পূর্ণরূপে ভেঙে দেয়া হয়। এব্যাপারে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্টেট এনামুল হাসান বলেন, ইটভাটাটি দীর্ঘদিন অবৈধভাবে ব্যবসা করে আসছে, অভিযানের সময় তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাই ভেঙে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ চালু করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


স্থানীয় লোকজন জানান ইটভাটাটি বৈধই ছিলো, বৈধ মালিক ছিলেন কমলপুর গ্রামের আব্দুর রহমান। তারা বলেন এখন যারা ইটভাটা চালাচ্ছেন, কমলপুর গ্রামের জিয়াউর রহমান, মনিপুর গ্রামের সাহাবউদ্দীনসহ একটি প্রভাবশালী মহল, তারা ২০১২ সালে ভাটার মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক লিখিত নিয়ে ভাটা দখল করে তাকে এলাকাছাড়া করা হয়।  তারা আরো বলেন মমিনের নামে থাকা ইটভাটার লাইসেন্স নিজেদের নামে করার চেষ্টা করে ব্যর্থ হয়ে, নবায়ন না করে দীর্ঘদিন অবৈধভাবে ইটভাটাটি চালিয়ে আসছিলো তারা।

এই বিভাগের আরো খবর