মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯১

ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

 নওগাঁর মান্দায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ভারশোঁ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

এসময় ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ’পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ (বাবু),কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আব্দুল লতিফ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র প্রামানিক (শুভ্র), যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মানিক এবং কৃষকলীগের সভাপতি ফারুক হোসেন প্রমূখ।
শেষে এমপি,উপজেলা আ’লীগ,ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সেকেন্দার আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
 

এই বিভাগের আরো খবর