বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫

ভারত থেকে কম শুল্কের আরও ডিম আমদানি

নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪  

ভারত থেকে আমদানি করা ৫ শতাংশ শুল্কায়নের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের আরও একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এখন থেকে ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশে শুল্কায়ন হবে। যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাবেন আমদানিকারকরা।

বুধবার (২৯ অক্টোবর) সকালে আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট রাতুল এন্টারপ্রাইজ। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে  ডিমের  এ চালানটি বেনাপোল বন্দরে  প্রবেশ করে।

এই ডিমের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম হাইড্রোল্যান্ড সল্যুশন। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রী লক্ষী এন্টারপ্রাইজ।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫ চালানে বেনাপোল বন্দর দিয়ে ১১ লাখ ৫৯ হাজার ২০০ পিস ডিম আমদানি হয়েছে। এর আগে গত বছরের ৫ নভেম্বরে আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস কর্পোরেশন ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করে।  পরে ঢাকার হাইড্রোল্যান্ড সল্যুশন নামের একটি প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনও ডিম আমদানি করেনি।

ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজার দর কমাতে গত ১৭ অক্টোবর শুল্ক কমানো সংক্রান্ত আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে গত ২০ অক্টোবর। আদেশ পাওয়ার পর ২১ অক্টোবর একটি চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম কম শুল্কে মাত্র ৭৬ পয়সায় শুল্কায়ন করা হয়। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ডিমের ৫টি চালান আসে বেনাপোল বন্দরে। আর এসব চালানগুলো কাস্টমস থেকে ছাড়করণের কাজ করছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মেসার্স রাতুল এন্টারপ্রাইজ।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের প্রতিনিধি ইকরামুল হাসান সজিব জানান, নতুন নির্ধারণ করা শুল্কে ডিমের চালানটি খালাস নিচ্ছি। গত ২১ অক্টোবর ৫ শতাংশ শুল্কের ডিম খালাস শুরু হয়। আজ দ্বিতীয়বার একই শতাংশ শুল্কে ডিমের চালানটি খালাস হচ্ছে। প্রতি পিস ডিম আগে ১ টাকা ৯৬ পয়সা শুল্কায়ন করা হতো। শুল্ক কমানোয় এখন প্রতি পিস ডিমে মাত্র ৭৬ পয়সা শুল্ককর পরিশোধ করতে হবে। এতে আমদানি করা নতুন চালানের এসব ডিম, বাজারে ৯ টাকা দরে বিক্রি করতে পারবে। 

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ভারত থেকে কম শুল্কের  ডিমের আরও একটি চালান মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আজ (বুধবার) এটি খালাসের জন্য সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট প্রয়োজনীয় ডকুমেন্টস কাস্টমস হাউসে সাবমিট করেছে। পরীক্ষণ শেষে ডিমের চালানটি দ্রুত খালাস দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর