রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর ট্রেনের ইঞ্জিন বিকল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪  

ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে

ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ (ইঞ্জিন) বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে আটকে আছে। ঢাকা থেকে আসা আরেকটি ইঞ্জিন এসে এটিকে নিয়ে আসার কথা।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় ঢাকা থেকে আসা ইঞ্জিনটি আশুগঞ্জ পার হচ্ছিল। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। লোপ লাইন দিয়ে ঢাকা অভিমুখী আপ লাইনের ট্রেন চলাচল করছে। ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, বিকেল পৌনে ৫টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসে। ১০-১২ কিলোমিটার দূরের পাঘাচং আসার পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

এই বিভাগের আরো খবর