রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৫

‘ব্রাজিলের কোচ হওয়ার জোর সম্ভাবনা আনচেলত্তির’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই কোচ খুঁজে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দেশীয় কোচদের অধীনে টানা ব্যর্থতার পর এবার বিদেশি কোচদের দিকে মনোযোগ তাদের। তবে হ্যাভিওয়েট কোচদের পেছনে তাদের সেই দৌড় এখনও অব্যাহত আছে। এই তালিকায় ছিলেন লুইস এনরিকে, পেপ গার্দিওলা, জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তি ‍ও জোসে মরিনহোসহ আরও অনেকে। তবে শেষ পর্যন্ত গুঞ্জন ছিল বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তবে সেসব আলাপ তিনি উড়িয়ে দিয়েছেন। সেই আলাপ নতুন করে আবারও উঠেছে।

এবার ব্রাজিলিয়ান বিশ্বকাপ দলের গোলরক্ষক এডারসন বলেছেন সেই প্রসঙ্গে। তার মতে, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে জোর সম্ভাবনা রয়েছে। দ্রুতই তিনি আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে আশাবাদী।

রিয়াল মাদ্রিদের এই কোচের অধীনে বেশ কয়েকজন ব্রাজিলিয়ান খেলেছেন। এখনও দলে আছেন ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিতাও, দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে এই ইতালিয়ানের কোচিংয়ে খেলেছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোও। তাদের সঙ্গে আনচেলত্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন এডারসন। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক খুব দ্রুত নতুন কোচ পাবেন বলে আশার কথা শুনিয়েছেন।

সংবাদ সম্মেলনে এসে এই দাবি করেন এডারসন
এডারসন বলছেন, ‘তার সম্পর্কে যা জেনেছি তা হলো, তিনি একজন অসাধারণ কোচ, দলের সবাই তাকে পছন্দ করে। তার ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ ও সফল। শেষ পর্যন্ত তিনি (ব্রাজিলের কোচ) হবেন কিনা, আমরা সেটি নিকট ভবিষ্যতে দেখতে পাব।’

তবে এডারসন এই দীর্ঘ কোচ  না পাওয়ার হতাশা দ্রুতই কাটাতে চান, ‘আশা করি, আমরা দ্রুত একজন নতুন কোচ পেয়ে যাব। (নতুন কোচ কে হবেন) তা জানতে আমিও আগ্রহী। কারণ এ নিয়ে খুব বেশি জল্পনা-কল্পনা হয়েছে। ব্রাজিলিয়ান নাকি বিদেশি কোচ আসছেন? আমরাও সেটি জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।’
আরও পড়ুন : ‘ব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা বললেন অ্যানচেলত্তি’

এর আগে ফেব্রুয়ারিতে ইএসপিএন ব্রাজিল সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন আনচেলত্তি। পরে অবশ্য এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সিবিএফ। আগামী শনিবার রাত ৪টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে সাংবাদিকদের সামনে আনচেলত্তির কোচ হওয়ার প্রসঙ্গে মুখ খোলেন এডারসন।

এই বিভাগের আরো খবর