মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৭

বোদায় চোরাই গরু উদ্ধার, আটক-১

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ২০২৪ ইং তারিখে জেলার তেঁতুলিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়,  গত ১২/১/২০২৪ ইং তারিখে রাত ১২.৩০ মিনিটে মামলার বাদী নিত্যানন্দ কুমার বর্মন (৪৭) প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সহ রাতের খাবার খেয়ে তার বাড়ীতে পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভিতর গরু রেখে দরজা তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়েন।  ভোর ০৫.৩০ মিনিটে  বাহিরে বের হয়ে দেখতে পান যে, তার গোয়াল ঘরের দরজার তালাভাঙ্গা। তিনি তাৎক্ষণিক গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন যে, তার গোয়াল ঘরে রক্ষিত ১টি উন্নত জাতের গাই গরু বাছুরসহ নেই। বাদী ডাক চিৎকার করতে থাকলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে আসে।  খোঁজা খুঁজি করে না পেয়ে বাদী বোদা থানায় অভিযোগ দায়ের করলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা রুজু করা। (মামলা নং-২০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য আসামিদের বসতবাড়ি তল্লাশি করে চুরি যাওয়া একটি লাল রঙ্গের গাই গরু ও ১টি লাল বাছুর এবং একটি সাদা-কালো রঙ্গের গাই গরু উদ্ধার করা হয়েছে। এসময় আসামী মোঃ সাইফুল ইসলাম (২৫) গ্রেফতার করে পুলিশ। সেই সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিরা পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (২৫) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ভজনপুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ রমিজুল ইসলামের সন্তান। 

বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক জানান, মামলা রজু হবার পর অভিযানে নামে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা সহ চোরাই গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

এই বিভাগের আরো খবর