মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

বেবি পাউডারের অজানা কিছু ব্যবহার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

শিশুর ত্বক আমাদের মতো নয়। ওদের ত্বক অামাদের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর। তাইতো তাদের প্রসাধনীও তৈরি হয় কম ক্ষারের উপাদান দিয়ে। সেরকমই একটি প্রসাধনী বেবি ট্যালকম পাউডার।

শিশুর যত্ন নেয়া ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার করা যায় বেবি পাউডার। কম ক্ষার থাকার কারণেই এই ধরনের পাউডারকে নানা রকম ভাবে ব্যবহার করা হয়। অনেক পরিচিত সমস্যারই সমাধান মিলবে এই বেবি পাউডারে-

অনেকেরই পা খুব ঘামে, তাই জুতা খুললেই দুর্গন্ধ বের হয়। এক্ষেত্রে মোজা পরার আগেই শিশুদের ব্যবহৃত ট্যলকম পাউডার মেখে নিন পায়ের তলায়। এতে পা অল্পবিস্তর ঘামলেও দুর্গন্ধ হওয়ার ভয় থাকবে না।

ওয়াক্সিং করার পর ত্বর খরখরে হয়ে যায় বলে যারা আক্ষেপ করেন, তাদের হাতের কাছের সহজ সমাধান বেবি পাউডার। ওয়াক্সিংয়ের পর মেখে নিন। ত্বক মসৃণতা হারাবে না।

চুলের তেলতেলে ভাব কিছুতেই যাচ্ছে না? এমন অবস্থায় মাথায় পাউডার ছড়িয়ে দিন মাথায়। এরপর চিরুণি দিয়ে আঁচড়ে নিন চুল।

চামড়ার ব্যাগ ও জুতা ভিজে গেলে ভালো করে শুকনো নরম কাপড়ে মুছে তার উপর ঢেলে দিন বেবি পাউডার। এতে চামড়ার জিনিস পানিতে ভেজার ক্ষতি থেকে বাঁচে।

আয়না বা চশমার কাচ নোংরা হলে পাউডার মাখান তাতে। তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। কাঁচ ঝকঝকে হবে নিমেষে।