রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার

নাসিম আক্তার,বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪  

বেনাপোলের বিপরীতে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিন আমদানি-রপ্তানি বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দু-দেশের মধ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির ।

 

উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সাইনি গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে আমাকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন বাতিল করা হয়েছে। 

 

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ডাইরেক্টর আলহাজ মতিয়ার রহমান বলেন, পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের কার্যক্রম বাতিল করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ওপারের বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আজ সকাল থেকেই দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৈরী আবহাওয়ার কারণে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আজ (মঙ্গলবার) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে। 

এই বিভাগের আরো খবর