শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৬

বিশ্বের সব পরাশক্তিরা এখন বাংলদেশের দিকে তাকিয়ে আছে:জবি ট্রেজারার

আহমেদ সানি, জবি প্রতিনিধি,

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে “বঙ্গবন্ধু হত্যার বিচারের পূর্বাপরঃ ন্যায় বিচারের স্বরূপ সন্ধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ, মুখ্য আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিফলন হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা। নিছক মানবাধিকার লঙ্ঘনের অযুহাতে মুক্তিযুদ্ধের পরাশক্তিরা দেশের উন্নয়নকে স্থবির করতে চাচ্ছে। একচোখা নীতিতে ফায়দা হাসিলের চেষ্টা করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়েই আসন্ন নির্বাচনে সবাইকে সচেতন থাকতে হবে।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বর্তমান প্রজন্ম সত্যিকারের হানাদারবাহিনীকে চেনে না। মুক্তিযুদ্ধের পর বিদেশী পর্যবেক্ষকদের জিয়াউর রহমান দেশে আসতে দেননি বরং ইতিহাস চাপা রাখতে চেয়েছেন। বিএনপি জামায়াত দেশটাকে পুনরায় পাকিস্তানে রুপান্তরিত করতে চেয়েছেন। এরপরও বঙ্গবন্ধুকন্যা হাল ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতায় বিশ্বের সব পরাশক্তিরা এখন বাংলদেশের দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্মকে বিভ্রান্ত না করে সঠিক ইতিহাস জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

এই বিভাগের আরো খবর