সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৯

বিতর্কিত সিদ্ধান্তে প্রথম উইকেট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখার ম্যাচে বিশ্বকাপ ক্রিকেটে আজকের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে টাইগারদের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাউদাম্পটনে নিজেদের সেরাটাই দিতে চায় টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা বাংলাদেশ দলের সংগ্রহ ৪.২ ওভারে ১ উইকেটে ২৩ রান। ১৬ রান করে ফিরে গেছেন লিটন দাস। এদিকে মুজিবের বলে থার্ড আম্পেয়ার আলিমদারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে গেছেন লিটন দাস। যেখানে মাটি থেকে ক্যাচ তুলতে দেখা যায় আফগান ফিল্ডার হাশমতউল্লাহ শাহিদিকে।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাব্বির রহমানের জায়গায় ঢুকেছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


 
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, সামিউল্লাহ শিনওয়ারি, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলি খিল, দৌলত জাদরান, মুজিব উর রহমান।