সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

বিজমায়েস্ট্রোজের ফাইনালে ৬ দল

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া ৩০টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর এই ছয় দল ফাইনালে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে।

দলগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ‘ফ্যান ক্লাব’ ও ‘টিম মোহো’, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘কোড রেড’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ‘লেফটওভার পিৎজা’, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘টিম সাবেরটুথস’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘দ্য ডিপেন্ডেবলস’।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এই দলগুলোর মধ্যে লড়াইয়ের পর জানা যাবে কে হচ্ছে এবারের আসরের ‘বিজয়ী’!

ফাইনাল নিশ্চিত করা টিম মোহো’র দলনেতা ফারিহা তাসনিম রোজা বলেন, অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। আমাদের হাতে-কলমে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। পাঠ্যবইয়ে যেসব বিষয় পড়েছি বাস্তবিকভাবে ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে সেগুলো ব্যবহার করা এবং বিশ্লেষণ করে সেগুলো প্রয়োগ করা ভালোভাবেই শিখেছি।

তিনি আরও বলেন, শুরুতে ইউনিলিভারের যে কোনো একটা ব্র্যান্ড বাছাই করতে বলা হয়েছিল। করোনা পরবর্তী সময়ে কীভাবে ব্র্যান্ডটাকে এগিয়ে নিতে পারি সেজন্য। আমরা সানসিল্ককে বাছাই করেছিলাম। আমরা দেখেছি সানসিল্ক যেহেতু একটা লাক্সারি প্রোডাক্ট তাই সেটার চাহিদা কিছুটা কমে গিয়েছিল। কীভাবে সানসিল্কে আবার নতুন ডিমান্ড আসতে পারে সেগুলো নিয়ে আইডিয়া তৈরি করেছি। দ্বিতীয় রাউন্ডে আমরা নিম্নআয়ের মানুষের জন্য সামর্থ্যের মধ্যে পন্ডসের ছোট একটি ফেসপ্যাকের আইডিয়া ছিল। সব ধাপ শেষ করে আমরা ফাইনালে এসেছি, আমরা অনেক খুশি।

কোড রেড’র দলনেতা তাকিয়া মোশাররফ বলেন, প্রথম রাউন্ড থেকে এখন পর্যন্ত সব রাউন্ডেই আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমরা তিনজনই নারী, ফাইনাল পর্যন্ত এসেছি এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। প্রথম রাউন্ডটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে দ্বিতীয় রাউন্ডটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা অনেক মার্কেট রিসার্চ করেছি। ফাইনালে এসে অনেক খুশি। এখান থেকে সামনে আমরা আগাতে চাই। যারা নিম্নআয়ের মানুষ তাদেরকে আমরা কীভাবে সামর্থ্যের মধ্যে পণ্য দিতে পারি যাতে তাদের জীবনযাত্রা আরও উন্নত হয় সেটি নিয়েই কাজ করার জন্য বিজমায়েস্ট্রোজ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশের ব্যবসাবিষয়ক শীর্ষ প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’এবার এক যুগে পদার্পণ করছে। গত ১৭ অক্টোবর এবারের আসরের নিবন্ধন শুরু হয়। যেখানে প্রায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনজনের দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করে।

এবার আসরের প্রথম রাউন্ডে গত বছরের চেয়েও ৫টি বেশি ক্যাম্পাসের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তরুণ মেধাবীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এবছর প্রতিযোগিতা শুরুর আগে দেশের শীর্ষস্থানীয় ২৪টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য ‘রোড শো’র আয়োজন করে ইউনিলিভার।

এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১৩টি দল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সেখান থেকে মাত্র ৩০টি দল সেমি-ফাইনালে উঠতে সক্ষম হয়। এ পর্যায়ে তাদের বিশেষ ‘মেন্টরিং’ ও ‘লার্নিং’ সেশনের প্রদান করা হয়। সেমি ফাইনালে ওঠা ৩০টি দলের মধ্য থেকেই শীর্ষ ছয় দল পরবর্তীতে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের বিচারকরা হলেন- বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এস এম মিনহাজ।

প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা প্রতিবছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘ফিউচার লিডারস লিগ (এফএলএল) ২০২২’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ইউনিলিভারের এ ধরনের ‘জাতীয় প্রতিযোগিতা’য় বিজয়ী দলগুলো‘গ্লোবাল চ্যাম্পিয়নশিপ’ এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।

বিজয়ীরা ইউনিলিভারের প্রিমিয়ার ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম- ‘ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম’ (ইউএফএলপি) এ নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে।

এছাড়া, প্রতিযোগিতার শীর্ষ তিন দলকে ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামে (ইউএলআইপি) অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পর থেকে যারা ভালো ফলাফল অর্জন করেছে, তারাও ইউনিলিভার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে ‘ট্যালেন্ট পাইপলাইন’ এ অন্তর্ভুক্ত থেকে অগ্রাধিকার পাবে।

এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডা বলেন, বিজমায়েস্ট্রোজ ২০২১ এর ফাইনালে ওঠা দলগুলোকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

এই বিভাগের আরো খবর