মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

বিএনপি নেতা মুনির হোসেন কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। কারাফটকে মুনির হোসেনকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে মোবাইলফোনে জাগো নিউজকে তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই সময় মুনির হোসেনকেও গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরো খবর