বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

বিএনপি কখনই দেশের মঙ্গল চায়নি: আমু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২২ মে ২০২২  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি জোট সরকার কখনই এ দেশের মঙ্গল চায়নি। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

শনিবার (২১ মে) দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিরোধী দলের অপরাজনীতি দক্ষতার সঙ্গে মোকাবেবিলা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

এই বিভাগের আরো খবর