বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৬

বাংলাদেশ ক্ষুদ্র মাংস প্রস্তুতকারক ও বিক্রেতা সমিতির সভা অনুষ্ঠিত

রিয়াদ হোসাইন :

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

“ গবাদি পশুর উর্ধ্বমূখী মূল্য কমাতে এবং আসনড়ব ঈদ-উল আযহায় গবাদি পশুর উদ্বৃত্ত নিয়ে বিভিনড়ব প্রচার মাধ্যমে প্রচারিত তথ্য-উপাত্ত বিষয়ে”

উপস্থিত ঢাকাস্থ মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশব্যাপী উর্ধ্বমূখী গবাদি পশুর মাংসের মূল্য কমাতে বিভিনড়ব দিক নিয়ে আলোচনা করেন। তারা তাদের মূল আলোচনায় স্থায়ীভাবে দেশব্যাপী উর্ধ্বমূখী গবাদি পশুর মাংসের মূল্য কমাতে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারী মানের খামারীদের পশু পালনে কার্যকারী ভূমিকা রাখার উপর গুরুত্ব প্রদান করেন।

 

তারা প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারী মানের খামারীদের পশু পালনে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় গবাদি পশুর বাচ্চা সরবরাহের লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বৈধ পন্থায় গবাদি পশুর বাচ্চা আনায়নে সরকারের সু-নজর ও দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেন। তাদের আলোচনায় আরও উল্লেখ করে যে, প্রান্তিক পর্যায়ে খামারী বাঁচলে আমরা ক্ষুদ্র মাংস ব্যবসায়ীরা বাঁচব।

 

এইলক্ষ্যে, প্রান্তিক পর্যায়ে খামারীদের গবাদি পশু পালনে উৎসাহিত করতে তাদেরকে সরকারী প্রনোদনার আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সর্বোপরি বর্তমান উর্ধ্বমূখী গবাদি পশুর মাংসের মূল্য কমাতে জরুরী ভিত্তিতে বৈধ উপায়ে ভারত থেকে পূর্বের ন্যায় গবাদি পশু আনায়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করেন।

 

তাদের বিশ্বাস এই মুহুর্তে পূর্বের ন্যায় বৈধ উপায়ে ভারত থেকে গবাদি পশু আসলে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের গরুর মাংসের বাজার কেজি প্রতি ৫৫০ টাকা হতে ৬০০ টাকায় নেমে আসবে। গরুর মাংসের বাজার সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আসলে তাদের গরুর মাংসের বিক্রেয় বাড়বে এবং ব্যবসাও সাভাবিক হবে।

সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত হতে বৈধ উপায়ে গবাদি পশুর বাচ্চা ও পশু এনে মাংসের বাজার সাভাবিক করতে সর্বপরি সারা দেশের এই বৃহৎ জনগোষ্ঠীর সম্পৃক্ত বাংলাদেশ মাংস প্রস্তুতকরণ ও বিতা ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাদের সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে আলোচনা অনুষ্ঠান শেষ করে।

এই বিভাগের আরো খবর