বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ১ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬০

বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল

এম এ জলিল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ও ( শান্তা হসপিটাল) এর  সকল পরিচালক, ডাক্তার, কর্মকর্তা - কর্মচারীদের ১ দিনের বেতন ভাতা বন্যাত দুর্গত মানুষকে উৎসর্গ  করলেন।

লাকসামে সুনামধন্য স্বাস্থ্যসেবা সেবা প্রতিষ্ঠান লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল) এর সকল পরিচালক পর্ষদ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারিদের ১ দিনের ভাতা বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ( ত্রাণ) বিতরণ করা হয়েছে।

৩ সেপ্টেম্বর -২০২৪ লাকসাম উপজেলার কান্দিরপাড়  ইউনিয়নের অশ্বতলা, ছনগাঁও, ও মনোহরপুর গ্রামে  সরেজমিনে গিয়ে অসহায় হতদরিদ্র ও কর্মহীন পানিবন্দি ( পরিবার) এর  হাতে ত্রাণ সামগ্রী তুলেদেন লাকসাম শান্তা হসপিটালের চেয়ারম্যান ও মানসিক নেতা আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক।

ত্রাণ বিতরণ পূর্বে - জনাব আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল) সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জান্নাচ্ছি স্বেচ্ছায় বন্যয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন মানুষ মানুষের জন্য সমাজের সকল মানুষ যার যার অবস্থান থেকে আপনার আশেপাশে পানিবন্দি মানুষ 

এই বিভাগের আরো খবর