বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস-২১ পালিত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১  

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: মারিয়াম খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য- জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটওয়ারী।

এসময় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বুলবুল পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বনপাড়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, সমবায় কর্মকর্তা সুশান্ত নারায়ন খাঁ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীসহ সূধীজন ও উপজেলার বিভিন্ন এলাকার যুব-যুবারা। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণ প্রাপ্ত যুব-যুবাদের মাঝে গাছের চারা, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরন করেন।

এই বিভাগের আরো খবর