সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

বঙ্গবাজারের ব্যবসায়ীদের পূনর্বাসন না করলে গণভবন ঘেরাও করা হবে

রিয়াদ হোসাইন 

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

০৮ এপ্রিল ২০২৩ ইং শনিবার সকাল ১১ ঘটিকায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা পেশাজীবী জাতীয় গনতান্ত্রিক জোটের উদ্যোগে অবস্থান র্কমশূচির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায়  বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশব্যাপী বিরোধীদলীয় ৩৬ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং ১০দফা  বাস্তবায়নের লক্ষ্যে অদ্য জাতীয় প্রেসক্লাব চত্বরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 
উক্ত অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, "দেশের সর্বত্র আজ চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ব্যর্থতার ফলে বঙ্গবাজার পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাছাকাছি অবস্থান সত্ত্বেও ১০ঘন্টায়ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই ব্যর্থতা সরকারের।"
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন," যদি রমজানের মধ্যে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনর্বাসিত ও ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গণভবন ঘেরাও করা হবে। "
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন,  দেশব্যাপী বিরোধী দলীয় ৩৬ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি। 
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিকদলের সভাপতি  শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব বক্তব্যে বলেন ২০১৮ ইং সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের বিনা ভোটে যেইভাবে সরকার গঠন করা হয়েছে, ঠিক সেই ধারাবাহীকতায় বাংলাদেশ সুপ্রিম কোটের নির্বাচন হয়েছে। তাই আমরা বলতে চাই যারা বিনাভোটে জোর করে নির্বাচীত হয়েছেন তাহাড়াই বর্তমান সন্ত্রাসী-এবং দেশ জনগনের শত্রু অতএব বাংলাদেশের আইনশৃংখলাবাহীনি তথা র‍্যাব বাহীনি কে বলব আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী বাবস্থা গ্রহণের জন্য  বিনীত ভাবে অনুরুধ জানাছি। অন্যথায় দেশর জনগণ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। পীরসাহেব আরো বলেন আগামী জতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ- সরকারের অধিনেই হতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনেরপূর্বে বিএন.পি'র চেয়ার পারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বি. এন, পির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের কৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি দিতে হবেই এইটা বাংলাদেশের মানুষের জনদাবী, পীরসাহেব আরো বলেন রাজধানীর বঙ্গবাজার মার্কেট আগুনে পুড়ে চাই হয়েগেছে সেই কারণে দোকান মালিকরা বর্তমানে নিঃস্ব অবস্থায় আছে, সেই প্রেক্ষিতে আমি সরকার মহোদয় কে অনুরুধ জানাচ্ছি প্রত্যেক দোকান মালিক কে ১ (এক) কোটি টাকা সরকারী ভাবে ব্যবসায়িক ব্যাংকলোন দেওয়ার জন্য প্রস্তাব করছি।
জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম ও সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মোঃ শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ  সহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। 

এই বিভাগের আরো খবর