রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

ফ্রান্সে বিশ্বকাপ উদ্‌যাপন নিয়ে দ্বিধায় মেসি

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

মেসিকে সংবর্ধনা জানাচ্ছে পিএসজির খেলোয়াড়রা

মেসিকে সংবর্ধনা জানাচ্ছে পিএসজির খেলোয়াড়রা

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ জিতে, সেই ফ্রান্সে বসেই বিশ্বকাপ উদ্‌যাপন করবেন লিওনেল মেসি! উদ্ভট হলেও এমনই সম্ভাবনার কথা বলেছেন খোদ পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তিনি বিশ্বাস করেন, পার্ক দেস প্রিন্সেসে ভক্তদের সঙ্গে চ্যাম্পিয়নশিপ উদ্‌যাপন করবেন লিও। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি লিওনেল মেসি।
মেসিকে সংবর্ধনা জানাচ্ছে পিএসজির খেলোয়াড়রা। 

ছুটি কাটিয়ে পিএসজিতে ফেরার পর গার্ড অব অনারের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। হাতে উঠিয়ে দিয়েছে সম্মাননা স্মারক। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের স্বপ্ন চূর্ণ করে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিলেন মেসি সেই ফ্রেঞ্চরা অন্তর থেকে তাকে গ্রহণ করবেন কতটা? পিএসজির স্কোয়াডে জাতীয় দলের ফ্রেঞ্চ ফুটবলার আছেন দুজন। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না কিম্পেম্বে। অন্যজন কিলিয়ান এমবাপ্পে। যার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন মুখরোচক সংবাদ উপস্থাপন করেছে গণমাধ্যম। যার কিছুটা প্রমাণও মেলে লিওনেল মেসি ফেরার আগেই তার ছুটতে চলে যাওয়ায়। অনেকেরই দাবি মেসিকে গার্ড অব অনার দেবেন না বলে ইচ্ছে করেই এভাবে ছুটি নিয়েছেন এমবাপ্পে। যদিও ফ্রেঞ্চ তারকার এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেয়া। তারপরও রহস্যের গন্ধ ভর করেছে তাদের সম্পর্ক ঘিরে। ছুটি শেষ করে এমবাপ্পে ফিরলেই স্পষ্ট হবে সেই দৃশ্যপট।

এদিকে মেসি ফ্রান্স ফিরলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। লিগ কাপে তৃতীয় স্তরের দলের বিপক্ষে তাকে মাঠে নামাতে চায় না পিএসজি কোচ। আগামী ১২ জানুয়ারি লিগ ওয়ানে অ্যাঞ্জার্সের সঙ্গে খেলবে প্যারিসিয়ানরা। যেই ম্যাচ অনুষ্ঠিত হবে পার্ক দেস প্রিন্সেসে। তাই ঘরের মাঠেই মেসিকে ভক্তদের নিয়ে জমকালো সংবর্ধনা দিতে চায় পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেন, 'লিও আমাকে বলেনি পিএসজিতে সে উদ্‌যাপন করতে চায়। সে দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছে, সে বিশ্বচ্যাম্পিয়ন, সে অসাধারণ ফুটবলার। আমি আশা করব, লিও আমাদের সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করবে। আমি বিশ্বাস করি, মেসির মতো ফুটবলার পেয়ে আমরা গর্বিত। আমি আশা করব, পার্ক দেস প্রিন্সেসে সমর্থকরা তা উপভোগ করবে।'
তবে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ জিতে, সেই ফ্রান্সে বসেই তা উদ্‌যাপন করে ফ্রেঞ্চ সমর্থকদের কষ্ট দেবেন কি না, লিও তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই বিভাগের আরো খবর