রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫০

ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  নিজস্ব ভাষা সংরক্ষণ ও তাদের পাঠ্যপুস্তক প্রদানের  দাবিতে ৩১ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের  সামনে  আলোকচিত্রশিল্পী  ফোজিত শেখ বাবুর 'শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আলোচনা শেষে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই প্রদর্শনী ৩ দিন চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরো খবর