রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১১

ফেসবুকে হা হা রিয়েক্ট : রাজশাহী কলেজ ছাত্রকে সহপাঠীর ছুরিকাঘাত

নিহাল খান

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়ায়  সহপাঠীকে ছুরিকাঘাত করা হয়েছে।১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা। 

আহত ছাত্রের নাম তিহাস(২১) সে রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরে আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে। 

আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান,তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলো।এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে  এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।এভাবে ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করাই তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল খালেক বলেন,ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।যে ছেলে ছুরিকাঘাত করেছে কিবরিয়া সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়াই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিলো বলে জানা গেছে।কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পুলিশও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করছে। 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।আহত ছাত্রের চিকিৎসা চলছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরো খবর