বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

ফের মহাসড়কে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪  

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবরোধ তুলে নেন। তবে ঘণ্টাখানেক পর ফের মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে। 

শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই। 

এর আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল সোয়া ৩টার দিকে আশ্বাস নয়, বেতনের দাবিতে তারা ফের মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

এই বিভাগের আরো খবর