সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৭

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, আহত-৩

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি :  

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

ফরিদপুরের নগরকান্দা উপজেলার (ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের) তালমা মোড়ে আজ সোমবার (১৯ এপ্রিল) ভোরে মাহেন্দ্র-পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত একজনের নাম কামরুল তবে অপরজনের নাম জানাযায়নি।  


নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান জানান, আজ সকালে ফরিদপুরগামী একটি পিকআপ এর সাথে ভাঙ্গাগামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতরা হলেন, মেহেদী সালেহীন, নাইম ও সবুজ। তিনি আরো বলেন লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর