রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোর আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫  

ফরিদপুর সদর উপজেলায় সাইকেলে ঘোরানোর কথা বলে সাড়ে ৪ বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে।

 

গতকাল শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। পরে ১৪ বছর বয়সী ওই কিশোরকে হেফাজতে নেয় পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। পূর্বপরিচয়ের সূত্র ধরে শিশুটির বাড়িতে তার যাতায়াত ছিল। শুক্রবার রাতে সাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন তাকে আটক পুলিশে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আজ শনিবার বিকেলে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরো খবর