মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

প্রথম ওভারেই ফিরলেন সাইফ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

০.৫ ওভার: প্রথম ওভারেই ব্লেসিং মুজারবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাজে সময় কাটছে এই ওপেনারের। এ পর্যন্ত ৪টি টেস্ট খেলে ফেললেও ইনিংসে সর্বোচ্চ রান করেছেন মাত্র ৩৪।

জিম্বাবুয়ে সফরের আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় পাওয়া চোট থেকে সেরে উঠতে পারেননি তামিম ইকবাল। তাই তাকে ছাড়াই হারারে টেস্টে নেমেছে বাংলাদেশ দল।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন তিনি। এদিকে ১৬ মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন টেস্ট দলে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক, উইকেট-রক্ষক), কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

একমাত্র টেস্ট ম্যাচে হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবালের।

চোটের কারণে আগেই গুঞ্জন ছিল তামিমের না খেলা নিয়ে। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, টসের আগ পর্যন্ত অপেক্ষা করবে তামিমের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই নামতে হচ্ছে বাংলাদেশকে।

দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছড়াও ১৬ মাস পর আবারও টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিমও।

একাদশে রাখা হয়েছে দুই পেসার। তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন এবাদত হোসেন।

এই বিভাগের আরো খবর