শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দুপুর আড়াইটায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন করছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। মজুরি বোর্ডের সভায় সিদ্ধান্ত অনেকটাই একমত হয়েছে মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ও নির্ধারিত মজুরী কতো হবে তা শ্রম প্রতিমন্ত্রী নিজেই ঘোষণা করবেন। দুপুর ২টা ৩০ মিনিটের সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দুপুর আড়াইটায়

তবে বোর্ডের এক সদস্য জানান, মজুরি ১২ হাজার থেকে ১৩ হাজারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। সেখানেও নির্ধারণ করা মজুরি কোন পক্ষ না মানলে সেটা যাবে প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে। এর আগেও ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণে কোন পক্ষই সমঝোতায় না এলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন।
এর আগে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের দেওয়া প্রস্তাবে গড়ে প্রায় অর্ধেক ফারাক। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। সহিংস আন্দোলন হয়ে উঠে, যাতে গাজীপুরের দুজন পোশাকশ্রমিক মারা যান।

এই বিভাগের আরো খবর