মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

পাংশায় নির্বাচনী প্রচারণার শেষের দিকেও বাহাদুরপুরে নৌকা মার্কার ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৪  

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার- প্রচারণার শেষের দিকেও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী -২ আসনে মো. জিল্লুল হাকিম এর  নৌকা মার্কা প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

 

বৃহস্পতিবার সন্ধা ৭.৩০ মিনিটের দিকে অত্র ইউনিয়ন আ. লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সজিব হোসেন ও ইউপি আ. লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল এর নেতৃত্বে প্রার্থীর শত শত ভোটার নারী-পুরুষ এই মিছিলে অংশ নেয়। মিছিল টি বাজারের বাহাদুরপুর ও সেনগ্রাম( কালিতলার) প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  মিছিলে উপস্থিত ছিলেন - বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সভাপতি মো. নাভিদ প্রমুখ।

এছাড়াও মিছিল টিতে ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর