শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ২ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৭

পশ্চিমগাঁও কাজী পাড়া কাজী মসজিদে ৯ম বার্ষিকী খৎমে ইউনুস অনুষ্ঠিত

লাকসাম কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪  

লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ড পশ্চিমগাঁও কাজী পাড়া কাজী মসজিদে ৯ম বার্ষিকী খৎমে ইউনুস অনুষ্ঠিত।

লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ড পশ্চিমগাঁও কাজী পাড়া কাজী মসজিদে ৯ম বার্ষিকী খৎমে ইউনুস অনুষ্ঠিত।

১৭ জুলাই ২০২৪ ইং রোজ বুধবার সকালে পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদে শহদায়ে কারবালর স্বরনে এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাতে ও পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও দরবার শরীফের পীর মাশায়েক ও আলেম ওলামাগনের উপস্থিতিতে খৎমে ইউনুস অনুষ্ঠিত হয়েছে। 

পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদের খতিব মাওলানা মোঃ রবিউল হোসাইন হেলালির পরিচালনায় ও আলহাজ্ব মোঃ মক্রব আলী সর্দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু ইউসুফ, আবদুল কুদ্দুস, মোঃ আবুল হোসেন, আলাউদ্দিন মানিক, আলী আশ্রাফ,দেলু সর্দার ,মোঃ আনোয়ার হোসেন,আবুল বাসার, আজাদ হোসেন, মোঃ জহির, বাবুল,দুলাল,লতিফ,ও দ্বিন মোহাম্মাদ প্রমুখ। 

পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদে খৎমে ইউনুসে আলেম ওলামা ও পীর মাশায়েকগন যাহারা উপস্থিত ছিলেন মাওলানা আ, ন, ম তাজুল ইসলাম সাবেক অধ্যক্ষ, হাজীমুড়া কামিল মাদ্রসা,মাওলানা মোঃ আবদুল ওয়াদুদ মুদাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা, মাওলানা আবদুল বারী পীর সাহেব বাকই দরবার শরীফ,মাওলানা এম এ  তাহের আবেদ নগর মাদ্রাসা, মাওলানা মুয়াজ্জেম হোসেন জালালী জালালীয়া দরবার শরীফ, মুহাদ্দিস আফজাল হোসেন গাজীমুড়া কামিল মাদ্রাসা,মাওলানা এমদাদুল হক জিহাদি ইরুয়াইন দরবার শরীফ, মাওলানা মোঃ জাকির হোসেন সিদ্দিকী খতিব দৌলতগঞ্জ জামে মসজিদ, মাওলানা মোঃ আবু জাফর, মাওলানা মীর হোসেন, মাওলানা মোঃ সাইফুল ইসলাম আনসারী, হাফেজ মোঃ আবু তাহের সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ঈমান ও ছাত্র উপস্থিত ছিলেন।

পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদে শহদায়ে কারবালর স্বরনে এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাতে ও পশ্চিম গাঁও কাজী পাড়া কাজী মসজিদ কমিটি  এলাকাবাসীর ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় 
 দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,মাওলানা আ, ন, ম তাজুল ইসলাম, দোয়া ও মুনাজাত শেষে তাবারুখ বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর