রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৪ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

পশ্চিম বাংলা থেকে ২০২৬শে বিজেপির বিদায়ের ডাক মমতার

মনোয়ার ইমাম, কলকাতা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫  

আজ সারা পশ্চিম বাংলার তৃনমূল দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই সভা থেকে তৃনমূল দলের সাংগঠনিক প্রস্তুতি ও দলের নীচের তলা থেকে শক্তিশালী করার জন্য সকল নেতা ও কর্মীদের কাছে আহ্বান জানান তৃনমূল দলের সভানেত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তিনি বলেন, আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক বিজেপি কে বাংলা থেকে একেবারে বিদায় দিতে তার দলের নেতা ও কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন। দলের এম পি থেকে শুরু করে দলের বিধায়ক ও জেলা পরিষদের সদস্যদের এবং পঞ্চায়েতের প্রধান থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য পর্যন্ত দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

 

সেই সঙ্গে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনতে হবে সাধারণ মানুষের কাছে। এবং পশ্চিম বাংলার গন বিকাশ ও গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পশ্চিম বাংলা সরকারের কর্মকাণ্ড কে তুলে ধরতে হবে আম আদমি দরবারে। আগামী দিনে ভারতের আম আদমির কাছে তৃনমূল কংগ্রেস এর গ্রহণযোগ্যতা নিয়ে যাতে প্রশ্ন করতে না পারে তার জন্য দলের সাধারণ কর্মীদের কাছে আবেদন জানান।

 

এদিন বৈকালে কানায় কানায় ভরা তৃনমূল দলের নেতা ও কর্মীদের কাছে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান তার দল অনেক গণআন্দোলনের মাধ্যমে উঠে এসেছে সাধারণ মানুষের কাছে। বহু আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে এসেছে তার দল। তার দলের অনেক নেতা ও কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বড় হয়েছে তৃনমূল কংগ্রেস। তার নিজের হাতে গড়া এই দল কে আরো মজবুত করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন।

 

আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সভাপতি সুব্রত বক্সী এবং তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক ও এম পি অভিষেক ব্যানার্জি এবং জননেতা তৃনমূল দলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এম পি এবং যাদবপুর লোকসভা র এম পি বাপি হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও পশ্চিম বাংলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা। এবং বারুইপুর পূর্ব এর বিধায়ক জননেতা বিভাস সর্দার ও এম পি শাওনী ঘোষ এবং মালা রায় বিধায়ক দীলিপ মন্ডল সহ পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও মন্ত্রী এবং এম পি ও বিধায়করা। আজকের এই সভায় প্রায় কয়েক হাজার তৃনমূল দলের নেতা ও সাংগঠনিক কর্মকর্তারা হাজির ছিলেন।

এই বিভাগের আরো খবর