বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭৪

পরীক্ষার্থীদের পৌছে দিতে জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস

আহমেদ সানি, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৩  

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা যদি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তাহলে তাদের নিদিষ্ট কেন্দ্রে পৌছে দিতে এ সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাথে থাকা ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইস সহ সাথে আসা অবিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, কেউ যদি নিদিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে নিদিষ্ট কেন্দ্রে পৌছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সাথে সাথে আমা ঠান্ডা পানির ব্যবস্থা, অবিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এছাড়াও সকল জেলা ছাত্রকল্যান কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারাও যেন সার্বিকসহযোগীতা করে পরীক্ষার্থীদের। 

এই বিভাগের আরো খবর