বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

পরগনা বন ও ভূমি সংস্কার দপ্তর থেকে সম্মান প্রদর্শন মোক্তার সেখ কে

মনোয়ার ইমাম কলকাতা প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের প্রধান জেলা দপ্তর ক্যানিং এর বন বিভাগের পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নের পক্ষ জেলা পরিষদের সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মধক্ষ্য মোক্তার সেখ কে সম্মান প্রদর্শন করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা।

গত পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং পূর্বে থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এবং এই সাবেক ক্যানিং পূর্বে র সভাপতি কে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ দপ্তর বন ও ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বে নিয়োজিত করা হয়। এবং তিনি নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। গভীর সমুদ্র বন্দর ও ভূমি সংস্কার ও গভীর সুন্দর বন এলাকার পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করার দায়িত্বের পাশাপাশি তিনি গভীর সুন্দর বন বিভাগের বিভিন্ন অঞ্চলের নদী বাঁধ নির্মাণের পরিকল্পনা শুরু করেন। তাকে সাহায্যে র হাত বাড়িয়ে দেন পশ্চিম বাংলা র সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লা। সেই সঙ্গে তাঁর দপ্তর কে সম্পূর্ণ নতুন রূপে রূপান্তরিত কারার জন্য পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাবার জন্য অঙ্গীকার করেন।

এই বিভাগের আরো খবর