রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮

নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির শপথ গ্রহন

কমলগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৪  

কমলগঞ্জের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাত সাড়ে সাত ঘটিকার সময় নয়াবাজার শ্রীরামপুরে পতনঊষার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অলি আহমদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমাপদ দেবশা হাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, অধ্যক্ষ এডভোকেট বয়তুল হক চৌধুরী ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, ইউপি সদস্য মুহিত মিয়া বিশিষ্ট সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, যুবনেতা জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত।

 

আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমাপদ দেব। বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, ও সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকেই নুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর