বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

নৌকা প্রতিকে বিজয়ী করার লক্ষ্যে আপেল সুপার মার্কেটে আলোচনা সভা

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

গাজীপুর সদর উপজেলায় রুমানা আলী টুসির নৌকা প্রতিকে পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই ডিসেম্বর (রবিবার) রাতে সদর উপজেলার ভবানীপুর আপেল সুপার মার্কেটে স্বত্বাধিকারী  ও কৃষক লীগের দপ্তর সম্পাদক আপেল মাহমুদের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা মালেক মুক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ।
 
সভায় এমদাদ মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়নের যুগ্ম আহবায়ক মাহমুদুল কবির রতন,ভাওয়ালগড় ইউনিয়নের যুগ্ম আহবায়ক লিটন মিয়া,সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সদস্য জসিম উদ্দিন বিএসসি,আহবায়ক সদস্য হারুন বিএসসি,গাজীপুর জেলা যুবলীগের সদস্য ফিরোজ মিয়া,গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন,গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা আক্তার জসুদা,গাজীপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান মিয়া,সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন,কবি লেখক শাহান সাহাবুদ্দিন ।
এসময় আরো বক্তব্য রাখেন বাবু সুরেন চন্দ্র বর্মণ,রবিউল বিশ্বাস,এডভোকেট মনির হোসেন,ইকবাল হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা সভায় নেতা কর্মীরা বলেন, আমরা সকলে একতাবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবো।এডভোকেট রহমত আলী কন্যা রুমানা আলী টুসিকে আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দেয়ার মাধ্যমে বিজয়ী করব।

এই বিভাগের আরো খবর